বাউফলে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বাউফলে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল : পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া অংশের নদীতে একটি ট্রলারে ডাকাতি প্রস্তুতিকালে  তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে কোস্টগার্ড । আজ মঙ্গলবার সকালে তাদেরকে ভোলা সদর থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেঃ মাহাবুবুল আলম শাকিল জানিয়েছেন, ভোলা ও বাউফলের মধ্যবর্তী বাতামতলি তেঁতুলিয়া নদীতে পন্যবাহী ট্রলারে ডাকাতির খবর পেয়ে আগ থেকেই কোস্টগার্ডের একটি দল নদীতে ওৎপেতে থাকে। সংঘবদ্ধদলটি কেশবপুরের বাতামতলি এলাকায় সোমবার রাত সাড়ে ১২ টায় বাউফল থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পশুবোঝাই ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিলে কোস্ট গার্ড সদস্যরা জাকির(৩৫), মানিক(৩২) ও হেমায়েত (৪০)নামের ৩ ডাকাতকে আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি একনালা বন্ধুক ও ২টি ধাড়ালো অস্ত্র উদ্ধার করা হয়। একটি সুত্র জানায়, বাউফলের কেশবপুরের বাতামতলি এবং ধুলিয়ার মোহনায় দীর্ঘদিন ধরে নদীপথে ট্রলার বোঝাই গরু, মালবাহি ট্রলার ডাকাতি হয়ে আসছে। কিন্তু থানা পুলিশ নিরব ভূমিকা পালন করেছে। এরা কেশবপুরের শাহজাহান নামের এক ইউনিয়ন সদস্যের ছত্রছায়ায় ৮-১০ জনের একটি দুর্বৃত্ত বাহিনী কেশবপুর এবং  ধুলিয়া  এলাকায় কৃষকের গরু,মহিষচুরি ,ছিনতাই ,জুয়া ও ডাকাতির সাথে জড়িত। স্থাণীয় এক গ্রামপুলিশ অভিযোগ করে বলেন, রফিক ও রাশেল জুয়া এবং ছিনতাই চুরি করে অট্রালিকা তৈরি করে বসবাস করছে। আকটকৃতরা বাউফলের কেশবপুর ইউনিয়নের জাকির হোসেন চরমমিনপুরের মোজাম্মেল বিশ^াসের ছেলে। হেমায়েত মমিনপুরের জলিল ব্যাপারির ছেলে এবং মানিক মমিনপুরের মোক্তার হোসেনের ছেলে । এরা সংঘবদ্ধ তেুলিয়া নদীর জলদস্যু গ্রুপের সদস্য। তাদের  বিরুদ্ধে  ভোলা সদর থানায় ডাকাতি মামলায় আসামী করে  হস্তান্তর করা হয়েছে।